প্রকাশিত: Thu, Jul 13, 2023 9:18 PM আপডেট: Tue, Jan 27, 2026 10:51 PM
[১]গুলশান শপিং সেন্টার সিলগালা, প্রতিবাদে সড়ক অবরোধ, ধাওয়া পাল্টা ধাওয়া, আহত অর্ধশত
মাসুদ আলম: [২] রাজধানীর গুলশান শপিং সেন্টার সিলগালা করার প্রতিবাদে গুলশান-১ নম্বর চত্বরের রাস্তা অবরোধ করেন বিক্ষোভ করে ব্যবসায়ী ও কর্মচারিরা। এর ফলে গুলশান চত্বর দিয়ে যান চলাচল বন্ধ ছিলো।
[৩] বৃহস্পতিবার বেলা পৌঁনে ১২টায় বিক্ষোভ শুরু করেন তারা। এসময় পুলিশ ব্যবসায়ীদের সড়ক ছেড়ে যেতে বললে বাকবিতন্ড শুরু হয়। একপর্যায় শুরু হয় ইটপাটকেল নিক্ষেপ ও ধাওয়া পাল্টা ধাওয়া। বিকেল পৌঁনে ৪টায় পুলিশ লাঠিচার্জ করে ব্যবসায়ীদের ছত্রভঙ্গ করে দেয়। এতে ব্যবসায়ী-কর্মচারি ও পুলিশসহ অর্ধশত আহত হন।
[৪] এদিন সাড়ে ১১টায় ঝুঁকিপূর্ণ ঘোষণা করে শপিং সেন্টারের ভবনটি সিলগালা করে দেয় ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) নির্বাহী ম্যাজিস্ট্রেট। এর পরপরই প্রায় এক হাজার ব্যবসায়ী ও কর্মচারি সড়কে নেমে আসে। ‘মার্কেটের তালা খুলতে হবে, মেয়র সাহেবকে আসতে হবে’ বলে স্লোগান দেন তারা।
[৫] মার্কেটির ব্যবসায়ী আনোয়ার হোসেন বলেন, ষষ্ঠতলা মার্কেটটিতে ৭৩১টি দোকান রয়েছে। মার্কেটটির জমির মালিকের কাছ থেকে এসব দোকানের পজিশন কিনেন ৪৬৮ জন। কয়েক বছর আগে মার্কেটটি বহুতলা ভবন করার জন্য জমির মালিকের সঙ্গে শান্তা হোল্ডিং লিমিটেড যুক্তি হয়। যুক্তির মেয়াদও শেষ।
[৬] তিনি আরও বলেন, আমরা যারা দোকানের পজিশন কিনেছি তাদের সঙ্গে আলোচনা ছাড়াই শান্তা হোল্ডিং মার্কেটটি দখলের পায়তারা করে আসছে।
[৭] নাজমুল হুদা নামে আরেক ব্যবসায়ী বলেন, ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা না করে জোরপূর্বক মার্কেটটি ভেঙে নতুনভাবে ভবন করতে যাচ্ছে শান্তা হোল্ডিং। কিন্তু জমির মালিক যাচ্ছেন মার্কেটটি যেভাবে আছে সেভাবেই থাকুক। মার্কেকটি দখলের পায়তারা চলছে।
[৮] তিনি আরও বলেন, আমরা যুক্তিক দাবি নিয়ে আন্দোলন করছি। পুলিশ আমাদের লাঠিপিটা করে ছত্রভঙ্গ করে দেয়। এতে প্রায় ৫০ জন আহত হন।
[৯] গুলশান বিভাগের ডিসি মো. শহিদুল্লাহ বলেন, ফায়ার সার্ভিস ভবনটিকে ঝুঁকিপূর্ণ ঘোষণা করে এবং প্রয়োজনীয় সংস্কার করতে বলে। কিন্তু এত দিনেও কোনো কিছুই ঠিক করা হয়নি। সেটি ডিএনসিসি নির্বাহী ম্যাজিস্ট্রেট সিলগালা করে দেয়। সম্ভবত নতুনভাবে মার্কেট ভবন নির্মাণ করা হবে। সম্পাদনা: তারিক আল বান্না
আরও সংবাদ
[১]সরকার ধৈর্য্য ধরলেও সন্ত্রাসীরা দেশের অনেক জায়গায় তাণ্ডব চালিয়েছে: তথ্য প্রতিমন্ত্রী
[১]রাজধানীর মোড়ে মোড়ে আওয়ামী লীগের জমায়েত
[১]আন্দোলনকারীরা লাঠিসোঁটা নিয়ে এনায়েতপুর থানায় হামলা চালায় [২]সারাদেশে পুলিশের অনেক স্থাপনা আক্রান্ত
[১]সুশাসন নিশ্চিতে রাষ্ট্রকাঠামো ঢেলে সাজানোসহ ১১ দফা দাবি টিআইবি’র
[১]ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে: হাইকোর্ট
[১]রাষ্ট্রীয় সম্পদ ধ্বংসসহ নৈরাজ্যকারীদের বিরুদ্ধে রুখে দাঁড়ান: ইকবাল সোবহান চৌধুরী
[১]সরকার ধৈর্য্য ধরলেও সন্ত্রাসীরা দেশের অনেক জায়গায় তাণ্ডব চালিয়েছে: তথ্য প্রতিমন্ত্রী
[১]রাজধানীর মোড়ে মোড়ে আওয়ামী লীগের জমায়েত
[১]আন্দোলনকারীরা লাঠিসোঁটা নিয়ে এনায়েতপুর থানায় হামলা চালায় [২]সারাদেশে পুলিশের অনেক স্থাপনা আক্রান্ত
[১]সুশাসন নিশ্চিতে রাষ্ট্রকাঠামো ঢেলে সাজানোসহ ১১ দফা দাবি টিআইবি’র
[১]ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে: হাইকোর্ট